একাদশ শ্রেণির দ্বিতীয় বিশেষ মডেল টেস্ট পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৭.১১.২০২৪ খ্রি. রোজ বুধবার থেকে শুরু হবে। ডিগ্রি ২য় বর্ষ (২০২১-২০২২) এর ২য় ইনকোর্স, অনার্স ১ম বর্ষ (২০২৩-২০২৪) এর ২য় ইনকোর্স, অনার্স ৪র্থ বর্ষ (২০১৯-২০২০) ২য় ইনকোর্স পরীক্ষা আগামী ০৫.১২.২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হবে।
বরিশাল বিভাগের অর্ন্তগত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের প্রানকেন্দ্র লেমুয়ায় এক মনোমুগ্ধকর পরিবেশে ৫.৪০ একর জমির উপর ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ ফজলুল হক সাহেব ১৯৮৯ সালের ১০ আগষ্ট কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটিকে পিছন ফিরে তাকাতে হয়নি। ১৯৯৬ সালে স্নাতক(পাশ), ২০১৪ সালে সম্মান কোর্স চালু হয়। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও গণিত বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস কোর্সের স্টাডি সেন্টার এই কলেজে চালু রয়েছে। বর্তমানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর পদচারনায় কলেজটি মুখরিত। এই কলেজটি থেকে প্রতি বছরই দেশের খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উল্লেখযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানে চান্ন্স পাচ্ছে। এই কলেজে মোট শিক্ষক ৬০ জন। কর্মচারী ৯ জন। অধ্যক্ষ সহ শিক্ষকদের অধিকাংশই নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়ায় বিশেষ ট্রেনিংপ্রাপ্ত।