একাদশ শ্রেণি শিক্ষাবর্ষ 2024-2025 এর প্রথম ধাপের ফলাফল প্রকাশ 23/06/2024খ্রি. রোজ রবিবার। —————–স্নাতক(সম্মান) শিক্ষাবর্ষ 2022-2023 এ রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম চলমান।—————–স্নাতক(পাস) প্রথম বর্ষ শিক্ষাবর্ষ 2023-2024 এর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 30শে জুন পর্যন্ত।
সৈয়দ ফজলুল হক কলেজ এর ওয়েবসাইট আপডেট হচ্ছে জেনে আমি আনন্দিত। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। তাই কলেজটিকে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে পরিচিত করতে ওয়েব সাইটের বিকল্প নাই। অজপাড়া গাঁয়ে নৈসর্গিক পরিবেশে অবস্থিত কলেজটি এতটাই আপডেট যা আমাকে মুগ্ধ করেছে। সবদিক বিবেচনায় কলেজটি অনেক অগ্রসর। রেজাল্টের দিক থেকে অত্যন্ত সুন্দর। এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে অতুলনীয়। জাতীয় দিবস পালনে ব্যতিক্রমী। জাতীয় প্রতিযোগীতা সমূহে অংশগ্রহন ও পুরস্কার প্রাপ্তি সত্যিই ইর্ষনীয়। এর সবকিছু সম্ভব হয়েছে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ্য অধ্যক্ষ সাহেবের নিবিঢ় তত্বাবধানে পরিচালিত চৌকস শিক্ষকমন্ডলীর কারনে। অধ্যক্ষ সহ প্রায় ৪৫ জন শিক্ষক নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্ত। আমি কলেজটির সাফল্য কামনা করছি।