একাদশ শ্রেণির দ্বিতীয় বিশেষ মডেল টেস্ট পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৭.১১.২০২৪ খ্রি. রোজ বুধবার থেকে শুরু হবে। ডিগ্রি ২য় বর্ষ (২০২১-২০২২) এর ২য় ইনকোর্স, অনার্স ১ম বর্ষ (২০২৩-২০২৪) এর ২য় ইনকোর্স, অনার্স ৪র্থ বর্ষ (২০১৯-২০২০) ২য় ইনকোর্স পরীক্ষা আগামী ০৫.১২.২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হবে।
সৈয়দ ফজলুল হক কলেজ এর ওয়েবসাইট আপডেট হচ্ছে জেনে আমি আনন্দিত। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। তাই কলেজটিকে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে পরিচিত করতে ওয়েব সাইটের বিকল্প নাই। অজপাড়া গাঁয়ে নৈসর্গিক পরিবেশে অবস্থিত কলেজটি এতটাই আপডেট যা আমাকে মুগ্ধ করেছে। সবদিক বিবেচনায় কলেজটি অনেক অগ্রসর। রেজাল্টের দিক থেকে অত্যন্ত সুন্দর। এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে অতুলনীয়। জাতীয় দিবস পালনে ব্যতিক্রমী। জাতীয় প্রতিযোগীতা সমূহে অংশগ্রহন ও পুরস্কার প্রাপ্তি সত্যিই ইর্ষনীয়। এর সবকিছু সম্ভব হয়েছে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ্য অধ্যক্ষ সাহেবের নিবিঢ় তত্বাবধানে পরিচালিত চৌকস শিক্ষকমন্ডলীর কারনে। অধ্যক্ষ সহ প্রায় ৪৫ জন শিক্ষক নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্ত। আমি কলেজটির সাফল্য কামনা করছি।