অনার্স ৪র্থ বর্ষ (২০২0-২১) শিক্ষাবর্ষ এর ইনকোর্স পরীক্ষা আগামী ০৯.১১.২০২৫খ্রি. থেকে শুরু হবে। অনার্স ৩য় বর্ষ (২০২১-২২) শিক্ষাবর্ষের ফরম পূরণ ০৯.১১.২০২৫ থেকে ১৩.১১.২০২৫ খ্রি. পর্যন্ত চলবে।
জাতির উন্নতির সাথে শিক্ষা অঙ্গাাঙ্গিভাবে জড়িত। শিক্ষার উন্নতি মানেই জাতির উন্নতি। কাঙ্খিত মানের শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। সৈয়দ ফজলুল হক কলেজকে একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলেই। দক্ষিন জনপদের শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই তার স্বীয় স্থান দখল করে নিয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেইে এ প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগের কলেজ সমুহের মধ্যে একটি উল্লেখযোগ্য কলেজে পরিনত হবে ইনশাল্লাহ। ১০-০৮-১৯৮৯ খ্রিঃ ক্ষণজন্মা পুরুষ জনাব অধ্যাপক সৈয়দ ফজলুল হক সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত কলেজটি আজ প্রায় ২৫০০ শিক্ষার্থীর পদচারনায় মুখরিত। একাদশ শ্রেনিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, স্নাতক পাস শাখায় বিএ, বিএসএস, বিবিএস এবং বিএসসি সম্মান শ্রেণিতে বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান ও গণিত কোর্স চালু রয়েছে।